ইসলামী গান নিয়ে দর্শকের মাঝে সংগীত শিল্পী সালেহ বিশ্বাস

News Depend Desk

প্রতিনিধিঃ মোঃ হাফিজ মাহমুদ

০৩ মে ২০২৪ ০৩:৫৮ মিনিট


click korun  বাউল সাধক লালন ফকিরের গান দিয়ে সংগীত ক্যারিয়ার শুরু করেন কণ্ঠশিল্পী সালেহ বিশ্বাস। লালনের গানের বাইরেও তার কণ্ঠের প্রকাশ পেয়েছে বেশকিছু লোকগান। গাওয়ার পাশাপাশি নিয়মিত সুর-সংগীতায়োজন করছেন তিনি। এবার একটি ইসলামী গান নিয়ে শ্রোতামহলে এলেন সালেহ বিশ্বাস। গানের শিরোনাম ‘ইয়া হোসেইন’। গানটির কথা লিখেছেন নাজিম চিশতী নিজামী। সুর ও সংগীতায়োজনে সালেহ বিশ্বাস নিজেই। নতুন এই গান প্রসঙ্গে সালেহ বিশ্বাস বলেন, ‘ভালোলাগা থেকে গানটি করা। খুবই চমৎকার একটি গান। ইসলামী চেতনায় উদ্বুদ্ধ হয়েই সূফী ঘরানার এই গানটি করতে উৎসাহী হয়েছি। সবার চেতনাকে নাড়া দেওয়ার বার্তা গানটিতে রয়েছে। গানটি শুনলেই তা শ্রোতারা অনুধাবণ করতে পারবেন।’ রন’স মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গান-ভিডিও ‘ইয়া হোসেইন’। ভিডিওতে রয়েছে গায়ক সালেহ বিশ্বাসের একক উপস্থিতি।


পোস্ট ফটো

Link copied